বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩৯ অপরাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ ৩ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।
আজ ২০ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া গ্রামের সুবন্ধু দাস, সুধন দাস ও সালেক মিয়াকে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি গোকর্ণ ইউনিয়নের সুচীউড়া গ্রামে সকালে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে সুবন্ধু দাস, সুধন দাস ও সালেক মিয়া নামে অসহায় গরীব ৩ টি পরিবারের ৪ টি ঘর অগ্নিকান্ড পুড়ে ভস্মীভূত হয়ে যায়। উক্ত ৩ টি পরিবারের মাঝে ৪ বান্ডিল ঢেউটিন, ১২ হাজার টাকার চেক ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
Leave a Reply