বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০১ অপরাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিশেষ অবদানের বিষয়টি শহীদ দিবস ২১ফেব্রুয়ারি রবিবার সকাল ৭.৩০ মিঃ প্রভাত ফেরী মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া- ১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার এর সঞ্চালনায় আলোচনা সভার শেষে নান্দনিক হস্তাক্ষর, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ অভিভাবকবৃন্দ ।
Leave a Reply