শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ পবা উপজেলার করোনায় অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার খেটে খাওয়া মানুষ। রাজশাহী পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে এসব মানুষদের মধ্যে সিংহভাগ মানুষের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে।
ইতোমধ্যে সরকারি ত্রাণের পাশাপাশি এখানে বিভিন্ন ব্যক্তি ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কর্মহীন পরিবারগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে হুজরীপাড়া ইউনিয়নের ৫নং ওর্য়াডে এ পরিস্থিতিতে চাহিদার তুলনায় সরকারি সাহায্য একেবারেই কম। ফলে কর্মহীন হতদরিদ্র পরিবারের লোকজন ত্রাণ পেতে ছুটছেন স্থানীয় মেম্বারের কাছে। অনেকে ত্রাণ না পেয়ে জনপ্রতিনিধির ওপর ক্ষুব্ধ হচ্ছেন। এ অবস্থায় বেকায়দায় পড়েছেন মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিরা।
এরই মাঝে গত শনিবার রাতে হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওর্য়াড মেম্বার মজিবর রহমান বলেন, আমি আজ অসহায়। হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে প্রায় ৬০০ হতদরিদ্র পরিবার থাকলেও সরকারের পক্ষ থেকে শুধু মাত্র ৭৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৯ কেজি ৬০০ গ্রাম করে চাউল বিতরণ করার জন্য দেওয়া হয়েছিল আমাকে যা তাদের বাসায় পৌছিয়ে দিয়ে আসা হয়েছে। সরকারের পক্ষ থেকে আমাদেরকে তালিকা প্রস্তত করার জন্য বলা হচ্ছে। আমরা তালিকা প্রস্তুত করেছি।
এখন পর্যন্ত আর কোনো ত্রানসামগ্রী দেওয়া হয় নাই। সরকারের পক্ষ থেকে যখনই আমাদের কাছে ত্রাণসামগ্রী আসবে, সঙ্গে সঙ্গেই ত্রান বিতরণ করবো বলে জানান ইউপি মেম্বার মজিবর রহমান।
Leave a Reply