বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১০:৪৪ অপরাহ্ন
এস এম আনোয়ারুল ইসলাম শেলী নলডাংগা প্রতিনিধিঃআজ নলডাংগা উপজেলার আওয়ামীলিগের নেতা কর্মী সহ শত শত সাধারন জনগন বি সি আই সি কতৃক নির্মিত বাফার সার কারখানার গোডাউন নলডাংগাতে স্থাপনের দাবিতে মানব বন্ধন করেন। সরকারি ঘোষনা অনযায়ি বি সি আই সি কতৃক বাফার সার কারখানা নলডাংগা উপজেলায় স্থাপনের কথা থাকলেও মাননীয় তথ্য মন্ত্রি জনাব জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার দাপট খাটিয়ে তার নির্বাচনি এলাকা সিংড়ায় উক্ত বাফার সার কারখানা স্থাপনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নলডাংগা রেলপথ জলপথ সড়কপথ সবই আছে। এখানে সার কারখানা হলে সব পথেই যোগাযোগ সুবিধাজনক।এদিকে বাংলাদেশের শষ্য ভানডার নামে পরিচিত বিল হালতি নলডাংগাতেই অবস্থিত। তাই নলডাংগা সহ অত্র এলাকার জনগনের প্রানের দাবি উক্ত সারকারখানার বাফার গোডাউন নলডাংগাতেই স্থাপন করা হোক।
Leave a Reply